লেঙ্গুড়া, কলমাকান্দা
নেত্রকোণা হতে বাস যোগে কলমাকান্দা হয়ে অটো/রিক্সা/মোটর সাইকেল/ বাসযোগে নাজিরপুর বাজারে যেতে হবে। এরপর মোটর সাইকেল বা পায়ে হেটে এ সমাধিস্থলে যাওয়া যায়।
0
কলমাকান্দার লেঙ্গুরা ইউনিয়নের ভারত সীমান্ত সংলগ্ন লেঙ্গুরা গ্রামে অবস্থিত মুক্তিযুদ্ধের সাত শহীদের সমাধি। ১৯৭১ এর ২৬ জুলাই কলমাকান্দার নাজিরপুরে মুক্তিযোদ্ধাদের সঙ্গে পাক-হানাদারদের ভয়াবহ সম্মুখযুদ্ধ হয়। এতে সাত বীর মুক্তিযোদ্ধা শহীদ হন। তারা হলেনঃ ডাঃ আব্দুল আজিজ, মোঃ ফজলুল হক, মোঃ ইয়ার মাহমুদ, ভবতোষ চন্দ্র দাস, মোঃ নূরুজ্জামান, দ্বিজেন্দ্র চন্দ্র বিশ্বাস ও মোঃ জামাল উদ্দিন। নিহত হয় অনেক পাকসেনাও। যুদ্ধের পর শহীদ মুক্তিযোদ্ধাদের মরদেহ গারো পাহাড়ের কাছে ভারত সীমান্ত সংলগ্ন লেংগুরা গ্রামে সমাহিত করা হয়। সেই থেকে প্রতিবছর ‘ঐতিহাসিক নাজিরপুর যুদ্ধ দিবস’ হিসাবে পালন করা হয় এ দিনটি। ওই দিন নেত্রকোনা ছাড়াও বৃহত্তর ময়মনসিংহের মুক্তিযোদ্ধাদের সমাবেশ ঘটে লেঙ্গুরায় সাত শহীদের সমাধিতে। সমাধির কাছে একটি স্মৃতিসৌধও রয়েছে। এছাড়া নাজিরপুর মোড়েও রয়েছে অপর একটি স্মৃতিসৌধ। প্রতিদিন অনেক ভ্রমনপিপাসু দেখতে যান ওই সমাধি ও স্মৃতিসৌধ দু’টি।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস