সড়ক পথে-
ঢাকা থেকে ঢাকা-ময়মনসিংহ-নেত্রকোণা জাতীয় মহাসড়ক হয়ে ঠাকুরাকোণা ব্রীজ পার হয়ে নেত্রকোণা-দূর্গাপুর রাস্তায় কলমাকান্দা উপজেলা পরিষদ অবস্থিত। ঢাকা থেকে কলমাকান্দার দূরত্ব আনুমানিক ১৯০ কিমি।
নেত্রকোণা থেকে নেত্রকোণা-দূর্গাপুর আভ্যন্তরীণ সড়কে কলমাকান্দা উপজেলা পরিষদ অবস্থিত। নেত্রকোণা হতে কলমাকান্দা উপজেলা পরিষদের দূরত্ব প্রায় ৩০ কিমি।
নদী পথে-
মগড়া ও কংস নদীপথে কলমাকান্দা উপজেলায় মালামাল পরিবহন করা যায়। কলমাকান্দার সাথে নদীপথে নেত্রকোণা, ধর্মপাশা, খালিয়াজুরী, দূর্গাপুর, মোহনগঞ্জ, বারহাট্টা এর যোগাযোগ রয়েছে এবং প্রতিনিয়ত নদীপথে মালামাল এবং মানুষ পরিবহন করা হচ্ছে।
বিঃদ্রঃ-রেল পথে কলমাকান্দা উপজেলা পরিষদ এর সহিত কোন যোগাযোগ নাই।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস