কলমাকান্দাউপজেলারএনজিওসমূহেরতথ্যঃ
ক্রমিক নং | এনজিও এর নাম | কার্যক্রম | ঠিকানা | অফিস প্রধানের নাম ও পদবী | মোবাইল নং | |
০১ | কমপ্রিহেন্সিভ কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্ট (সিসিডিপি)
| সিসিডিপি কলমাকান্দা ফিল্ড অফিস, ফিল্ড ম্যানাজার, সিসিডিপি পাচটি কম্পোনেন্ট নিয়ে কাজ করে১. কমিউনিটি গভর্নেন্স, ২.ফাংশনাল এডুকেশন, ৩. ইকনোমিক ডেভেলপমেন্ট, ৪.কমিউনিটি হেলথ কেয়ার ৫. এগ্রিকালচার। সিসিডিপি কলমাকান্দা এড়িয়া অফিস কলমাকান্দা উপজেলার, খারনই ইউনিয়ন ভুক্ত গোবিন্দপুর গ্রামে অবস্থিত। | সিসিডিপি ফিল্ড অফিস, গ্রাম:গোবিন্দপুর,:পো: হাট গোবিন্দপুর, উপ:কলমাকান্দা, জেলা: নেত্রকোনা | এলিসন ঘাগ্রা, মাঠ ব্যবস্থাপক | ০১৭১৭২৩২০০৭ | |
০২ | দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র ( ডি এস কে )
| ১. ঋণ ২.শিক্ষা ৩.স্বাস্থ্য
| গ্রামঃ চাঁদপুর, ডাকঘরঃ কলমাকান্দা উপজেলাঃ কলমাকান্দা জেলাঃ নেত্রকোনা | আব্দুস সামাদ, শাখা ব্যবস্থাপক |
| |
০৩ | পারি ডেভেলপমেন্ট ট্রাস্ট | ১৯৯৮ সাল থেকে পারি ডেভেলপমেন্ট ট্রাস্ট কলমাকান্দা উপজেলায় ‘‘ সমাজ উন্নয়ন প্রোগ্রাম’’ এর উপর কার্যক্রম সুনামের সাথে পরিচালনা করছে। পরে ২০০৭ সাল থেকে ‘‘ সমাজ উন্নয়ন প্রোগ্রাম’’ -এর পাশাপাশি ‘‘মা ও নবজাতকের স্বাস্থ্য প্রোগ্রাম’’ শুরু হয়। বর্তমানে উক্ত ২টি প্রোগ্রাম চলমান আছে।পারি প্রকল্পসমূহ থেকে দক্ষতা উন্নয়ন, জন-সংগঠন তৈরী ও পরিচালনা, কৃষি-বিষয়ক প্রশিক্ষন, হস্তশিল্প, সেলাই, মাছ চাষ, গরু-পালন, হাস-মুরগী পালন ইত্যাদির উপর প্রশিক্ষন পাওয়া যায়। এসব সেবা পাবার জন্য পারি প্রণীত ক্রাইটেরিয়া অনুসারে উন্নয়ন দলের সদস্য হতে হবে। | অফিসের নাম: পারি ডেভেলপমেন্ট ট্রাস্ট উপজেলা রোড কলমাকান্দা উপজেলা নেত্রকোনা ইমেইল: parimnhkal@gmail.com or, paricdpkal@gmail.com | নিক্সন চন্দ্র দাস, মাঠ ব্যবস্থাপক | ০১৭৪৫২২০৬৭৩ | |
০৪ | Peace and Rights Development of Society (PRDS) | PRDS ২০০৭ সাল থেকে কলমাকান্দা উপজেলায় ম্যালেরিয়া নিয়ন্ত্রনে সরকারের স্বাস্থ্য অধিদপ্তর এর ব্র্যাকের সহযোগী সংস্থা হিসেবে কাজ করে আসছে। PRDS এর দপ্তর প্রধানের পদবী হচ্ছে, উপজেলা ম্যানেজার। PRDS শুধুমাত্র ম্যালেরিয়া রোগী সনাক্ত ও চিকিৎসা সেবার কার্যক্রম পরিচালনা করে আসছে। PRDS এর আওতাধীন অফিস হিসাবে খারনই ইউনিয়নের গোবিন্দপর বাজারে একটি ল্যাবরেটরী রয়েছে। যেখানে ম্যালেরিয়া রোগীর রক্ত পরীক্ষা ও বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়। | PRDS ম্যালেরিয়া নিয়ন্ত্রন কর্মসূচী কাঠমহাল, পূর্ববাজার, (গ্রামীন ব্যাংকের নিচতলা) কলমাকান্দা, নেত্রকোণা।
| গাজী মোঃ ইকবাল হোসেন, উপজেলা ম্যানেজার
| ০১৭১৪৮৫২৯৮৫ | |
০৫ | সূর্যের হাসি ক্লিনিক
| সকলের জন্য টেকসই স্বাস্থ্যসেবা সহজলভ্য করা, ধরে রাখা ও সুযোগ বৃদ্ধি করা | নাজিরপুর, কলমাকান্দা, নেত্রকোনা | মোঃ শওকত হোসেন, ক্লিনিক ম্যানেজার | ০১৭১৮-০২০৩১৫ | |
০৬ | পল্লী বন্ধু উন্নয়ন সংস্থা (PBUS) | একাধিক কার্যক্রমের সমন্বয়ে সমাজে পিছিয়য়ে পড়া জন গোষ্ঠিকে সামাজিক অর্থনৈতিক ও সাংস্কৃতিক ভাবে সচেতন করে গড়ে তুলার লক্ষ্য নিজেদের সামর্থের সীমা বদ্ধতা সম্পদের সর্বোচ্চ ব্যবহারের কৌশল প্রয়োগের মাধ্যমে আত্ন প্রত্যয়ী ও স্বাবলম্বী হতে সহায়তা করা। | নাজিরপুর, কলমাকান্দা, নেত্রকোণা | মোঃ জয়নাল আবেদীন, আঞ্চলিক ব্যবস্থাপক | ০১৭১৮০২০৩১৫ | |
০৭ | ওয়ার্ল্ড ভিশন (নাজিরপুর এডিপি) | এলাকায় বৃহত্তর সংগঠন তৈরী করতে জনগণকে উদ্ধুদ্ধ করা, স্বাস্থ্য ও পরিবেশ উন্নয়ন করা, নৈতিকতার উন্নয়ন করা, আর্থ-সামাজিক উন্নয়ন করা, কৃষি উন্নয়ন করা, সচেতনতা বৃদ্ধি ও শিক্ষার বিস্তার ও উন্নয়নে সহায়তা করা, মানব সম্পদ উন্নয়ন সহায়তা করা, সমাজে ন্যায্যতা প্রতিষ্ঠা করার জন্য সহায়তা প্রদান করা, রূপান্তর মুখী উন্নয়নে সহায়তা করা এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য সহায়তা প্রদান করা।
| নাজিরপুর এডিপি, কলমাকান্দা, নেত্রকোণা | বেনজামিন মারাক, এডিপি, ম্যানেজার | ০১৭১৫৭৪০২৬২ |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস