বাংলাদেশের মানচিত্রের উত্তর পূর্ব সীমান্ত ঘেঁষে নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলার অবস্থান। পূর্বে এখানে কোন জন বসতি ছিলনা। এলাকাটি ছিল জঙ্গলময়। বর্তমান উপজেলা সদরটি ছিল মহিষাশুরা হাওরের অন্তর্ভুক্ত। পাহাড়ি ঢলের স্রোতে বয়ে আসা বালি, কাঁকর, মাটি দ্বারা ভড়াট হয়ে কান্দার সৃষ্টি হয়েছে। ঐ কান্দায় প্রচুর পরিমাণে কলমি গাছ ছিল। তখন থেকে উক্ত স্থানকে কলমির কান্দা বলা হতো। কালান্তরে কলমাকান্দা নাম ধারন করে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস