জুলাই/১৩ মাসের উপজেলা আইন-শৃখলা কমিটির সভার কার্যবিবরণীঃ
সভাপতিঃ জনাব আরিফুজ্জামান
উপজেলা নির্বাহী অফিসার
কলমাকান্দা,নেত্রকোনা।
স্থানঃ উপজেলা পরিষদ সভাকÿ।
তারিখঃ ৩০.০৭.২০১৮খ্রিঃ। সময়ঃ বেলাঃ ১২:০০ ঘটিকা।
সভায় উপস্থিত ও অনুপস্থিত সদস্যবৃন্দঃ পরিশষ্ট ক
গত ৩০.০৭.২০১৮ খ্রিঃ তারিখ উপজেলা পরিষদ হলরুমে উপজেলা আইন-শৃংখলা কমিটির জুলাই/১৮ মাসের সভা উপজেলা নির্বাহী অফিসার, কলমাকান্দা, নেত্রকোনা এঁর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভাপতি উপস্থিত সকল সদস্যদের স্বাগত জানিয়ে সভার কার্যক্রম শুরম্ন করেন। সভায় গত মাসের কার্যবিবরণী পাঠ করে শুনানো হয় এবং কোন সংশোধনী না থাকায় তা সর্বসম্মতি ক্রমে গৃহীত ও অনুমোদিত হয়। অতঃপর নিমেণাক্তভাবে আলোচনা পূর্বক প্রয়োজ্য ÿÿত্রে সিদ্ধামত্ম গৃহীত হয়।
ক্রমিক নং |
আলোচনা |
সিদ্ধামত্ম/বাসত্মবায়ন |
|
||||
১. |
চেয়ারম্যান, কলমাকান্দা সদর ইউপি-তিনি জানান ইউনিয়নের আইন শৃংখলা পরিস্থিতি ভাল। তিনি আরো জানান কলেজ রোডের রাসত্মার সংস্কার করা হয়েছে। রাসত্মা দিয়ে যাতে ট্রলি না চলতে পারে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য অনুরোধ জানান। |
১.অফিসার ইন-চার্জ, কলমাকাকন্দা থানা মদ, জুয়া, শিশু পাচার, এসিড নিÿÿপ, গরম্ন চুুরি ও আসন্ন ঈদ-উল ফিতর এ আইন-শৃংখলা রÿায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন।
২.বিজিবি লেংগুরা ও পাঁচগাও বিওপি, কলমাকান্দা সীমামত্ম এলাকায় ঈদ উপলÿÿ্য ভারতীয় গরম্নসহ মাদক পাচার ও চোরাচালান রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন। ৩.চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদ (সকল) আসন্ন ঈদ - উল ফিতর আইন-শৃংখলা রÿায় গ্রাম পুলিশ নিয়োগ করবেন ও সার্বিক সহযোগিতা প্রদান করবেন।
৪.উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা ঈদ- উল ফিতর আইন-শৃংখলা রÿায় আনসার ও ভিডিপি বাহিনীকে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করবেন। |
|||||
২. |
চেয়ারম্যান, নাজিরপুর ইউপিঃ তিনি জানান তার ইউনিয়নের আইন-শৃঙখলা ভাল। জুয়া, মদ না বললেই চলে। |
||||||
৩. |
কলমাকান্দা কলেজ প্রতিনিধিঃ-তিনি ছাত্র-ছাত্রীদের আসা-যাওয়ার সুবিধার্থে ট্যাম্পু ভাড়া কমানোর জন্য অনুরোধ জানান। |
||||||
৪. |
রাজ্জাক আহম্মেদ রাজু, মনোনীত সদস্যঃ তিনি উপজেলা সদরের একমাত্র রাসত্মার পরিস্কার-পরিচ্ছন্ন অভিযান গত ১৬ জুলাই জনাব মোশতাক আহম্মেদ রম্নহী, মাননীয় সংসদ সদস্যের নেতৃত্বে শুরম্ন হয়। তিনি এ ধরনের জনসচেতনামূলক পরিস্কাকার পরিচ্ছন্ন অভিযান সূচনা করার জন্য মাননীয় সংসদ সদস্যকে ধন্যবাদ জানান। তিনি পরিস্কার পরিচ্ছন্ন অভিযান অব্যাহত রাখার জন্যও সভায় অনুরোধ জানান। মদ ও জুয়া মোবাইল কোর্টের মাধ্যমে প্রতিরোধ করার জন্য সভায় অনুরোধ জানান। তিনি জানান বরম্নয়াকোনা সীমামেত্ম, খারনৈ সীমামেত্ম ও হাট-গোবিন্দপুর সীমামত্ম দিয়ে চোরাই মোটর সাইকেল বাংলাদেশে প্রবেশ করছে। এ বিষয়ে পদÿÿপ নেওয়ার জন্য সংশিস্নষ্টসিকলকে অনুরোধ জানান।তিনি মহিলা বিষয়ক কর্মকর্তা ও আনসার ভিডিপি কর্মকর্তাকে সভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ জানান। তিনি অফিসার ইন-চার্জ কলমাকান্দা থানাকে মাসিক অপরাধ প্রতিবেদন উপস্থাপন করার জন্য অনুরোধ জানান। তিনি পবিত্র ঈদুল ফিতরকে সামানে রেখে যাতে জাল টাকার বিসত্মার ঘটতে না পারে এ বিষয়ে সর্তক দৃষ্টি রাখার জন্য অনুরোধ জানান। তিনি সীমামত্ম এলাকায় টহল জোরদার করার জন্য অনুরোধ জানান। |
||||||
৫. |
জনাব রাখার চন্দ্র বণিক, মনোনীত সদস্যঃ- তিনি জানান কলমাকান্দা উপজেলার আইন শৃংখলা পরিস্থিতি ভাল। অত্র উপজেলার শিÿার্থীদের ফলাফল ভাল। তিনি জানান জুয়া, মদ ছাড়া আর কোন অপরাধ নাই। |
||||||
৬. |
কোম্পানী কমান্ডার, লেংগুরা বিজিবি- তিনি জানান মদ ও চোরা চালান আগের তুলনায় কম। মদ ও চোরা চালান রোধে তারা তৎপর রয়েছেন। |
||||||
৭. |
কোম্পানী কমান্ডার, পাঁচগাঁও বিজিবি ঃ- তিনি জানান স্মাঘলিং প্রতিরোধ করার জন্য আমরা তৎপর রয়েছি। তিনি বলেন অনেক মোটর সাইকেল এ লাইসেন্স নাই। তাই কোনটা ভারতীয় মোটর সাইকেল কোনটা বাংলাদেশী মোটর সাইকেল তা চিনা যায় না। তিনি এ বিষয়ে সহযোগিতা করার জন্য চেয়ারম্যান, লেংগুরাকে অনুরোধ জানান। |
||||||
৮. |
উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তার প্রতিনিধি ঃ- তিনি জানান হাসপাতালের আইন-শৃংখলা পরিস্থিত ভাল। |
||||||
৯. |
জনাব নুরম্নল ইসলাম, মনোনীত সদস্যঃ- তিনি নবযোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসারকে স্বাগত জানান। তিনি মুক্তিচর এলাকায় গাজাপান ও ব্যবসা চলছে। তিনি জানান কৈলাটী ইউনিয়নে জুয়ার প্রভাব বৃদ্ধি পেয়েছে। তিনি কলমাকান্দা বাজারের রাসত্মা পরিস্কার পরিচ্ছন্ন রাখার জন্য সভায় অনুরোধ জানান। |
||||||
১০. |
প্রধান শিÿক, কলমাকান্দা পাইলট উচ্চ বিদ্যালয় - তিনি জানান তার প্রতিষ্টানের আইন-শৃংখলা পরিস্থিতি ভাল। তিনি জানান কৈলাটী ইউনিয়নে জুয়া খেলা বৃদ্ধি পেয়েছে। তিনি কলমাকান্দা বাজারের রাসত্মা পরিস্কার পরিচ্ছন্ন করানোর জন্য মাননীয় সংসদ সদস্যকে অনুরোধ জানান। |
||||||
১১. |
জনাব আনোয়ার হোসেন আজাদ, মনোনীত সদস্য- তিনি জানান আইন-শৃংখলা পরিস্থিতি ভাল। তিনি জানান কৈলাটী ইউনিয়নে বিভিন্ন গ্রামে জুয়া খেলা হচ্ছে। তিনি জানান উপজেলা নির্বাহী অফিসার মহোদয় কাজ কর্মে সহযোগিতা করার জন্য সভায় অনুরোধ জানান। কলমাকান্দা বাজারের রাসত্মা পরিস্কার-পরিচ্ছন্ন করানোর জন্য মানানীয় সংসদ সদস্যকে ধন্যবাদ জানান এবং পরিস্কারের এ ধারা অব্যাহত রাখার জন্য সদর ইউপি চেয়ারম্যানকে অনুরোধ জানান। তিনি বিশারা হরিণধরা এলাকায় ডাকাতি রোধে পুলিশ টহল জোরদার করার জন্য অনুরোধ জানান।মদ ও জুয়ার উপদ্রব কমানোর জন্য বিজিবিকে অনুরোধ জানান। |
||||||
১২. |
জনাব আঃ খালেক তালুকদার, মনোনীত সদস্যঃ- তিনি জানান আইন শৃংখলা পরিস্থিতি ভাল। তিনি জানান ওসি কলমাকান্দা থানা শামিত্ম বজায় রাখার জন্য কাজ করছে। তিনি আরো জানান কৈলাটী, খারনৈও কেশবপুর এলাকায় জুয়া খেলা হয়। তিনি কলমাকান্দা বাজারের রাসত্মা পরিস্কারের জন্য মাননীয় সংসদ সদস্যকে ধন্যবাদ জানান। তিনি কলমাকান্দা সদর ইউপি চেয়ারম্যানকে বাজারের রাসত্মা থেকে আবর্জনা পরিস্কার করানোর জন্য অনুরোধ জানান। |
||||||
১৩. |
জনাব মোঃ ফজলুল হক, ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদ, কলমাকান্দাঃ- তিনি জানান আইন শৃংখলা পরিস্থিতি ভাল। তিনি সকলকে আইনের অনুশাসন মেনে চলার জন্য অনুরোধ জানান। |
|
|
||||
১৪. |
ভারপ্রাপ্ত কর্মকর্তা, কলমাকান্দা থানাঃ- তিনি জানান এ মাসে ১৯টি মামলা হয়েছে। তার মধ্যে ২টি মাদক মামলা রয়েছে। নারী নির্যাতন মামলা হয়েছে। তিনি জনান জুয়া আইনে ০৬ জনকে সাজা দেয়া হয়েছে। তিনি জানান জুয়া প্রতিরোধ করার জন্য আমার তৎপর রয়েছি। গাজা কেনা বেচায় ২জনকে ধরা হয়েছে। তিনি রংছাতি হরিণ ধরা, নাগডরা ও বিশারা এলাকায় ডাকাতি প্রতিরোধ করার জন্য নৌকা টহল জোরধার করা হবে। |
|
|||||
১৫. |
চেয়ারম্যান, উপজেলা পরিষদ, কলমাকান্দাঃ- আসন্ন ঈদ সুষ্ঠু সুন্দর ভাবে উদযাপিত হয় তা আশা রাখেন। অত্র উপজেলার আইন শৃংখলা পরিস্থিতি ভাল রাখার জন্য সকলের সহযোগিতা একামত্ম প্রয়োজন। যে কোন মালমা সুষ্ঠু ও নিরপেÿভাবে তদমত্ম পূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য ভারপ্রাপ্ত কর্মকর্তা, কলমাকান্দা থানাকে পরামর্শ প্রদান করেন। |
|
|||||
১৬. |
উপজেলা নির্বাহী অফিসার,কলমাকান্দা- তিনি জানান মহিলা বিষয়ক কর্মকর্তা ও আনসার ভিডিপি উপস্থিতির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি বাজার পরিস্কার পরিচ্ছন্ন রাখার জন্য ইজারাদের সহযোগিতা কামনা করেন। তিনি বাজার পরিস্কার পরিচ্ছন্ন অভিযান শুরম্ন করার জন্য মাননীয় সংসদ মহোদয়কে ধন্যবাদ জানান। |
|
|||||
১৭. |
ইউনিয়ন আইন-শৃংখলা কমিটির সভার তথ্যঃ |
|
|||||
ইউনিয়নের নাম |
সভার তারিথ |
কর্যবিবরণী প্রাপ্তির তারিখ |
মমত্মব্য |
|
|||
কলমাকান্দা |
- |
- |
পাওয়া যায়নি |
|
|||
নাজিরপুর |
- |
- |
’’ |
|
|||
লেংগুরা |
- |
- |
’’ |
|
|||
রংছাতি |
- |
- |
’’ |
|
|||
খারনৈ |
- |
- |
’’ |
|
|||
বড়খাপন |
- |
- |
’’ |
|
|||
পোগলা |
- |
- |
’’ |
|
|||
কৈলাটী |
- |
- |
’’ |
|
|
||
|
|
||||||
অদ্য সভায় আরকোন আলোচনা না থাকায় সভাপতি মহোদয় উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।
( আরিফুজ্জামান )
উপজেলা নির্বাহী অফিসার
ও
সভাপতি
উপজেলা আইন-শৃংখলা কমিটি
কলমাকান্দা,নেত্রকোনা।
স্মারক নং- ০৫.৪৪২.০০৬.০০.০৫.০০১.২০১৮- তারিখঃ /০৮/২০১৮খ্রিঃ।
অনুলিপি সদয় জ্ঞাতার্থে ও কার্যার্থে-
১.মাননীয় সংসদ সদস্য, ১৫৭ নেত্রকোনা-১ ও মূখ্য উপদেষ্টা, উপজেলা আইন-শৃংখলা কমিটি,কলমাকান্দা।
২.জেলা প্রশাসক, নেত্রকোনা।
৩.পুলিশ সুপার, নেত্রকোনা।
৪. চেয়ারম্যান, উপজেলা পরিষদ, কলমাকান্দা।
৫.ভাইস চেয়ারম্যান, (পুরম্নষ/মহিলা) ,উপজেলা পরিষদ, কলমাকান্দা,নেত্রকোনা।
৬.উপজেলা .........................................অফিসার,কলমাকান্দা,নেত্রকোনা।
৭.ভারপ্রাপ্ত কর্মকর্তা, কলমাকান্দা থানা।
৮. চেয়ারম্যান............................................ইউপি, কলমাকান্দা, নেত্রকোনা।
৯. জনাব................................................................................................................
১০.অফিস কপি।
উপজেলা নির্বাহী অফিসার
কলমাকান্দা,নেত্রকোনা।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস