Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
লেংগুরা টিলা
Location

লেংগুরা, কলমাকান্দা

Transportation

নেত্রকোণা হতে বাস/মোটরসাইকেল যোগে কলমাকান্দা পৌছে এরপর রিক্সা/অটো/মোটরসাইকেলযোগে লেংগুরা ইউনিয়নে অবস্থিত এ পর্যটন স্পটে যাওয়া যায়

Contact

0

Details

কলমাকান্দা উপজেলার ভারত সীমান্ত সংলগ্ন গণেশ্বরী নদীর পাশ ঘেঁষে অবস্থিত লেঙ্গুরা টিলাটি যেন প্রকৃতির নিপুঁন হাতে সাজানো একটি পর্যটন স্পট। সমতল থেকে অনেক উঁচু এই টিলায় দাঁড়িয়ে দেখা যায় ভারতের সীমানায় অবস্থিত পাহাড় রাজ্য, বন-বনানী, ঝরনার মতো নেমে আসা চঞ্চলা নদীসহ আরো অনেক কিছু। এর কাছেই গারো, হাজংদের বৈচিত্র্যময় বসবাস। ইতিমধ্যে এই টিলাটি জেলার অন্যতম পর্যটন স্পট হিসাবে পরিচিত হয়ে ওঠেছে। টিলার ওপর নির্মাণ করা হয়েছে পর্যটকদের বসার উপযোগী ছাতা, বেঞ্চ ও ওঠা-নামার সিঁড়ি। প্রতিদিনই দূর-দূরান্তের দর্শনার্থীরা ছুটে আসেন লেঙ্গুরা টিলার অপার সৌন্দয্যের আকর্ষণে।