এবারের বিজয় দিবসে একাত্তরের মহান মুক্তিযুদ্ধে শহীদ বীর সেনানী এবং সাধারণ মানুষকে স্মরণ করা হবে নতুন আঙ্গিকে। দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে কোটি কোটি ‘বিজয় ফুল’ তৈরি করা হবে। সেই ফুল ধারণ করবে শিক্ষার্থীরা।পাশাপাশি তাদের অভিভাবক এবং সাধারণ মানুষের মধ্যেও বিজয় ফুল ছড়িয়ে দেয়া হবে। শিশুদের তৈরি বিজয় ফুলের কিছু শুভেচ্ছা মূল্যে বিক্রি হবে। বিক্রয়লব্ধ অর্থ ব্যয় করা হবে শহীদ মুক্তিযোদ্ধা পরিবার বা প্রতিবন্ধীদের সহায়তায়।
কলমাকান্দা উপজেলা পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ৩টি গ্রুপে ২টি ভেন্যুতে।
১. কলমাকান্দা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়।
২. কলমাকান্দা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়।
কলমাকান্দা উপজেলায়, উপজেলা পর্যায়ের প্রতিযোগিতা চলছে ব্যাপক উৎসাহ ও আনন্দমুখর পরিবেশে।