Title
মাননীয় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা (২৫০০/-) সুবিধাভোগীদের তালিকা
Details

মাননীয় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা (২৫০০/-) সুবিধাভোগীদের তালিকাঃ
 কলমাকান্দা উপজেলার সকল  ইউনিয়ন পরিষদ হতে প্রেরিত তথ্যের ভিত্তিতে আপলোডকৃত তালিকা। যেখানে অনেক সুবিধাভোগী ডুপ্লিকেট  মোবাইল নাম্বার ব্যবহার করেছেন যা মোটেও কাম্য নয়। এ কারণে তালিকা থেকে অনেকেই বাদ পরেন পরেছেন। অনেক মোবাইল নাম্বার আমরা ইউনিয়ন পরিষদ এর মাধ্যমে কারেকশন করিয়ে ডাটাবেজে আপলোড করেছি। অনেকের এন আই ডি নাম্বার সঠিক  না থাকার কারণে বাদ পরেছেন।

Publish Date
01/06/2020
Archieve Date
12/01/2021